ইমরান হোসেন, বগুড়া: মহান আন্তরজাতিক মাতৃভাষা দিবস উদযাপনে সম্মিলিত সংস্কৃতিক জোট, বগুড়ার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ১০ দিনের বই মেলায় পাঠকদের প্রথম পছন্দ উপন্যাস। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে শিশুদের বই। গতকাল মঙ্গোলবার ও লেখক পাঠকের ভীর ছিল লক্ষণীয়। পাঠক তার নিজেদের পছন্দমত বই খুঁজে ফিরছে এক স্টল থেকে অন্য স্টলে। মেলায় স্থানীয় লেখক পাঠকদের মিলন মেলায় পরিনত হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি শুক্রবার দিন ব্যাপী বই মেলে শিশুদের জন্য ঘোষণা করা হয়েছে।