ইমরান হোসেন, বগুড়া: বগুড়ার সোনাতলায় আজ বুধবার ৫ টি স্থানে সন্যাসীর মেলা বসেছে। মেলা উপলক্ষে ২/৩ দিন পূবে থেকে হরেক রকমের দোকান মেলায় বসেছে। এছাড়াও বাড়িতে বাড়িতে আত্মীয় -স্বজনের ভিড় জমেছে। আইন -শৃঙ্খলা রক্ষায় পুলিশের সবাক্ষণিক টহল লক্ষ্য করা গেছে। এলাকাবাসী সূত্রে জানা জায়, সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের ঠাকুর পাড়া সুখদাহ নদীর তীরে প্রায় দেড়শ বছর আগে থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন সন্যাসীর পূজা করে আসছে। এ উপলক্ষে সন্যাসী মেলা বসে এছাড়াও হরিখালী উচ্চ বিদ্যালয় মাঠ, তেকানীচুকাইন গর, কাচারী বাজার,পাকুল্লা বাজার,ও বুড়িতলা নামক স্থান সহ মোট ৫ টি স্থানে এই মেলা বসে। অনেকে এই মেলাটিকে বুড়ার মেলা আখ্যায়িত করেছে। মেলা উপলক্ষে চারিদিক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মেলার প্রধান আকষণ নাগর দোলা,বিলুপ্ত প্রজাতির মাছ,কাঠ ও স্টিলের ফানিচার,মিষ্টির দোকান, লোহার তৈরী হরেক রকমের জিনিস ও শিশুদের হরেক রকমের খেলনার দোকান, স্থানিয় সুবাস চন্দ্র জানান হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রতি বছরের ফাল্গুন মাসের ১ ম বুধবার সন্যাসীর মেলা করে থাকে তিনি আরো জানান, ধম যার যার রাস্ট্র সবার, বতমান সরকার সকল সম্প্রদায়ের মানুষকে শান্তিপূন পরিবেশে ধমীয় অনুষ্ঠান পালনের জন্য প্রশাসনকে নিদেশ দিয়েছেন।