ইমরান হোসেন, বগুড়া: বগুড়ায় মাধ্যমিক পরযায়ের স্কুল গুলির ম্যানিজিং কমিটির নির্বাচনেও টাকার ছড়াছড়ি চলছে। শনিবার জেলার কাহালু উপজেলার অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির নিবাচনকে ঘিরে গত কয়েক দিন যাবৎ ঐ এলাকার প্রার্থীগণ ব্যাপক তোরজোর শুরু করেন। মটর সাইকেল শোডাউন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দেখা করা। বাজারের হটেল গুলাতে ভোটারদের খাওয়ানোর কম্পিটিসন করছেন প্রাথীরা। যে যত ভাল খাবার খাওয়াতে পারছেন তার কাছে ভোটারের ততো ভীড় লক্ষ করা গেছে। সরজমিনে গিয়ে দেখা গেছে এবারের ম্যানিজিং কমিটির নিবাচনে মোট প্রাথী মহিলা সহ৭ জন এর মধ্য ৪ জন নিবাচিত হবেন এবং ১ জন মহিলা নিবাচিত হবেন। মাকা রয়েছে ১থেকে ৭ সংখ্যা পযুন্ত। সবাই অভিভাবক সদস্য পদে নিবাচিত হবেন এবং প্রতিষ্ঠানের ২ বছরের জন্য দায়ীত্ব পালন করবেন।এদের মধ্য এক জন সভাপতি নিবাচিত হবেন সদস্যোদের ভোটের মাধ্যমে। কয়েক জন ভোটারদের সঙ্গে কথা বলে জানাযায় এই নিবাচন গুলি এখোন প্রশ্ন বিদ্ধ হচ্ছে কারন যারা প্রাথী তারা অনেকে টাকার বিনাময়ে ভোট কিনছেন যারা গরীব প্রাথী তাদের টাকা নেই ভোটও নাই আপনারা দেখুন কিভাবে নিবাচন হচ্ছে। অনেক ভোটারের প্রশ্ন কেন এগুলি নিবাচনে প্রাথীরা কে কত টাকা খরচ করেন তার প্রতিযোগিতা করেন। আবার নিবাচনে জয় লাভের পর এসকল সদস্যরা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কোন কাজে না আসলেও তাদের উন্নায়োন লক্ষ করার মত। আর হয়তো একারনেই যুগের পরে যুগ অনেক স্কুল ভাল রেজাল্ট করেও উন্নায়ন চখে পরে না।