পুলিশ জানায়, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা কাশিপুর নামক এলাকায় রংপুর থেকে ঢাকাগামী নাভিল পরিবহণের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই শামীম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।