বগুড়ায় ৫দিনের উচ্চঙ্গ নৃত্য কর্মশালা শুরু

ইমরান হোসেন, বগুড়া: বগুড়ার আমরা ক’জন শিল্পী গোষ্ঠী বগুড়ার সহযোগিতায় এবং শেরপুর সাংস্কৃতিক একাডেমি ও নটরাজ নৃত্য নিকেতনের আয়োজনে গত সোমবার থেকে শেরপুরে শুরু হয়েছে ৫দিন ব্যাপি উঁচ্চাঙ্গ নৃত্য কর্মশালা। শেরপুর জেলা পরিষদ মিলোনায়তনে বিশিষ্ট কন্ঠ শিল্পী আবুল হোসেন আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমরা কজন শিল্পী গোষ্ঠাীর সভাপতি আব্দুস সামাদ পলাশ। শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি,কমশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট নৃত্য শিল্পী লিখন রায়। এতে শতাধিক প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন। অনুষ্ঠান চলবে আগামী শুক্রবার পর্যন্ত।

Comments (0)
Add Comment