বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, “বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশে নেতৃত্ব দেওয়া যাবে না।” শুক্রবার (৩০ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী বলেন, “আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছি এবং তার জন্য একটি স্বাধীন দেশ পেয়েছি। বঙ্গবন্ধুকে সম্মান করে আমাদের এগিয়ে যেতে হবে।”
তিনি আরও বলেন, “যতক্ষণ শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শে থাকবেন, ততক্ষণ আমি তার সঙ্গে থাকবো।” কাদের সিদ্দিকী উল্লেখ করেন যে, “আমি একজন মুসলমান হিসেবে আল্লাহ ও রাসুল ছাড়া আর কাউকে পরোয়া করি না। আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসার পরে আমার প্রেম ও ভালোবাসা সমস্তটাই বঙ্গবন্ধুকে ঘিরে।”
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, “বঙ্গবন্ধুকে না পেলে আমি একজন রিকশাওয়ালা হতাম, না হয় একজন রাখাল হতাম। বঙ্গবন্ধুকে পেয়ে আমি দেশকে ভালোবাসতে শিখেছি।” তিনি আওয়ামী লীগ সম্পর্কে বলেন, “এই আওয়ামী লীগ শেখ হাসিনার আওয়ামী লীগ নয়। এটা মাওলানা ভাসানীর আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ আর এই আওয়ামী লীগ এক নয়।”
কাদের সিদ্দিকী আরও বলেন, “ঝড় তুফান আসে আবার কেটেও যায়। কোনো অন্ধকারই চিরস্থায়ী নয়। আকাশ আবার পরিষ্কার হবে।”
টুঙ্গিপাড়াবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আমি আর জীবনে এখানে আসতে পারবো কিনা জানি না। আমি অত্যন্ত খুশি হয়েছি যে এই দুর্যোগপূর্ণ সময়েও বঙ্গবন্ধুর সমাধি সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে।”