কিছুদিন আগে সাংবাদিকদের সামনে প্রিয়াঙ্কা বলেন, তাঁর জীবনে পুরুষের প্রয়োজন নেই৷ একমাত্র সন্তান উৎপাদন ছাড়া আর কিছুর জন্যই তাঁর পুরুষের দরকার পড়বে না৷ এই বলেই থেমে থাকেননি প্রিয়াঙ্কা৷ তিনি বলেছেন, তাঁর প্রেমিক যদি সম্পর্কে থেকে তাঁকে ঠকান, তবে তিনি তাঁকে মারধর করবেন৷ প্রিয়াঙ্কার এই মন্তব্য জুড়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছে৷ নিন্দুকরা প্রিয়াঙ্কাকে এই মন্তব্যের জন্য একচোট নেওয়ার সুযোগও ছাড়ছেন না৷
ঠিক এই সময়ই প্রিয়াঙ্কার পাশে দাঁড়ালেন তসলিমা৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রিয়াঙ্কার এই বক্তব্যকে সাধুবাদ জানিয়ে লেখিকা বলেন, ‘আজকাল বলিউডের অভিনেত্রীরা সত্যি কথা বলেন না৷ সবসময় ডিপ্লোম্যাটিক থাকতে চেষ্টা করেন৷ কিন্তু সোজাসাপটা কথা বলছেন প্রিয়াঙ্কা৷ ওঁর ড্যাম কেয়ার স্বভাব প্রশংসার দাবি রাখে৷’
স্বভাবতই লেখিকাকে পাশে পেয়ে উচ্ছ্বসিত নায়িকা৷ তিনিও তসলিমার প্রশংসা করতে গিয়ে বলেছেন, তিনি তসলিমার লেখার একজন বড় ভক্ত৷ শুধু তাই নয়, তসলিমাকে টুইটারে আলাদাভাবে ধন্যবাদও জানিয়েছে প্রিয়াঙ্কা৷ তসলিমা, প্রিয়াঙ্কার যে বন্ধুত্ব সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সবার নজর কাড়ছে, তা ঠিক কতদূর এগোয় এখন সেটাই দেখার৷