বরগুনায় বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে নিহত ওই ব্যক্তি একটি ডাকাতদলের সর্দার বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। আমতলী থানার ওসি সুকুমার রায় জানিয়েছেন, “উপজেলার গুলিশাখালী ইউনিয়নে গত কাল মধ্যরাতে গোলাগুলির এ ঘটনায় এসআই সৈয়দ মোজাম্মেলসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত মোজাম্মেল হাওলাদার পটুয়াখালী জেলার বড় বিগাই ইউনিয়নের কাঞ্চন আলী হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১২টি মামলা রয়েছে।”
অভিযানে অংশ নেওয়া এসআই সৈয়দ মোজাম্মেল জানান, গুলিশাখালী গ্রামের একটি পরিত্যক্ত ঘরে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে রাত দেড়টার দিকে সেখানে অভিযানে যান তারা। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে ‘ডাকাতরা’ গুলি ছোড়ে। “এসময় পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাত সর্দার মোজাম্মেল হাওলাদার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।” ওসি জানান, ঘটনাস্থল থেকে ছয় ‘ডাকাতকে’ আটক করা হয়েছে। পাঁচটি হাতবোমা, বন্দুকের গুলিসহ কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।
আটকরা হলো- জহিরুল ইসলাম, আনছার উদ্দিন, নাসির উদ্দিন, মাসুম, হানিফ ও বাচ্চু।

Comments (0)
Add Comment