বরিশালে জাটকাসহ আটক ৬ জনের অর্থদণ্ড

বরিশাল প্রতিনিধি:
বরিশাল সদর উপজেলার লাহারহাট সংলগ্ন কালাবদর নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ১৫ মণ জাটকাসহ ছয়জনকে আটক করেছে নৌ-পুলিশ।
গত কাল দুপুর সাড়ে ১২টায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সীতেশ চন্দ্র সরকার তাদের ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
জেলা মৎস্য বিভাগের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাত ৩টার দিকে লাহারহাট সংলগ্নকালাবদর নদীতে অভিযান চালিয়ে ১৫ মণ জাটকাসহ তাদের আটক করে নৌ-পুলিশ।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সীতেশ চন্দ্র সরকারের আদালতে হাজির করা হলে তিনি ওই ছয়জনকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করেন।
বরিশাল নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, উদ্ধার করা মাছগুলো মঙ্গলবার সকালে বরিশাল নগরীর এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ভোলা সদর উপজেলার মো. বাবুল হাওলাদার, মো. বশির, মো. মিরাজ এবং দৌলতখান উপজেলার মো. বাবুল, মো. মাকসুদুর রহমান ও তরিকুল ইসলাম।

Comments (0)
Add Comment