বরিশালে ট্রাকের চাপায় মাহেন্দ্রর ৬ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী তরমুজ বোঝাই একটি ট্রাক কাশিপুরের বাঁশতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই মাহেন্দ্রটি দুমড়ে মুচড়ে ভেতরে থাকা ৫ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ শুরু করে।
এসময় আহত ৮ জনকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরই ট্রাক চালক পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।