স্পোর্টস ডেস্ক:
উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজের ফিফার নিষেধাজ্ঞা বহাল রেখেছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস)। বৃহস্পতিবার সুয়ারেজের আপিলের এ রায় দেয় সিএএস। রায়ে শাস্তি কমানো না হলেও নতুন ক্লাব বার্সালোনার সঙ্গে অনুশীলনের সুযোগ করে দেওয়া হয়েছে সুয়ারেজকে। বিশ্বকাপে ইতালির ফুটবলার জর্জিও চিয়েল্লিনিকে কামড় দেওয়ার জন্য সুয়ারেজকে ফিফা ফুটবল সংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে চার মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল। এ রায় বহাল থাকলেও তার ব্যাপারে কিছু কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে আদালত। লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর বার্সা আইনগত জটিলতা থাকায় ভক্তদের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিতে পারেনি। এ রায়ের পর এবার বার্সা তাকে আনুষ্ঠানিক ভাবে সমর্থকদের সামনে নিয়ে আসতে পারবে এছাড়া বৃহস্পতিবার দেওয়া এ রায়ে বলা হয়, সুয়ারেজ বার্সার প্রীতি ম্যাচেও অংশ নিতে পারবে। তবে, সময় শেষ না হওয়া পর্যন্ত ক্লাবের মূল কোনো ম্যাচে খেলতে পারবে না।