বাংলাদেশের হার

s-5স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সফরের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে মাশরাফি বিন মুর্তজা বাহিনী। মঙ্গলবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে প্রথমে ব্যাট করা বাংলাদেশ স্কোরবোর্ডে তোলে ২৩১ রান। সর্বোচ্চ ৫২ রান আসে মুমিনুল হকের ব্যাট থেকে। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ ৪২, সৌম্য সরকার ৩৩, সাব্বির রহমান ৩১ রান করেন। বিশ্বকাপে বাংলাদেশের আশা ভরসা সাকিব ১৪ রান করে আউট হন। মুশফিকের ব্যাটে এসেছে ১৯ রান। এরপর ১৩২ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে ৪৩.৩ ওভারে পাঁচ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া একাদশ। টাইগারদের পক্ষে রুবেল হোসেন দুটি উইকেট নেন। মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানও পান একটি করে উইকেট।

Comments (0)
Add Comment