চিঠিটি পাঠিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের সহকারি পুলিশ কমিশনার মো. বদরুল হাসান। চিঠিটির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রতিবেদককে পুলিশের কাছে পাঠাবেন কিনা এমন প্রশের জবাবে ‘বাংলাদেশ প্রতিদিন’ সম্পাদক নঈম নিজাম বলেন, তার বিরুদ্ধে মামলা নেই । পাঠানোর প্রশ্নই আসে না।
‘আর একজন ব্যক্তিকে পুলিশের ডেকে নেওয়ার আইনগত কোনো অধিকার নেই। সরকারকে মিডিয়ার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য একটি বিশেষ চক্র এমন কাজ করছে,’ বলে মন্তব্য করেন তিনি। একজন সাংবাদিককে সংবাদ পরিবেশনের জন্য এভাবে ডেকে পাঠানোকে অধিকার এবং আ্ইন বর্হিভূত বলেও মন্তব্য করেন নঈম নিজাম।
সম্পাদক তার ফেসবুকে পুলিশের চিঠিটির একটি স্ক্যান করা কপি প্রকাশ করে লিখেছেন: এবার বাংলাদেশ প্রতিদিনের পালা। জিজ্ঞাসাবাদের জন্য আমাদের রিপোর্টারকে কাল পাঠাতে হবে পুলিশের কাছে। মিডিয়ার বিরুদ্ধে হঠাৎ জেহাদ কেনো? মামলা নেই। তবুও জিজ্ঞাসাবাদ করবেন তিনি।’
বাংলাদেশেরপত্র/এডি/আর