বাংলাদেশ-ভারত নৌ-ট্রানজিট ও বাণিজ্য চুক্তির সংশোধনী প্রস্তাব কেবিনেটে অনুমোদন

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ-ভারত নৌ-ট্রানজিট ও বাণিজ্য প্রটোকল চুক্তির (পিআইডব্লিইটিটি) সংশোধনী প্রস্তাব মন্ত্রিপরিষষদ অনুমোদন দিয়েছে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠকে এই সংশোধনী প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের ( সমন্বয় ও সংস্কার) সচিব এম নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে বলেন, দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকে চুক্তির প্রটোকলের কিছু মৌলিক পরিবর্তন করে উভয় পক্ষের সম্মতিতে এই সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয়।

তিনি জানান, সংশোধনীতে উভয় দেশের মতামতের ভিত্তিতে প্রটোকলের মেয়াদ বিদ্যমান তিন বছর থেকে বৃদ্ধি করে পাঁচ বছর করা হয়েছে।
তৃতীয় কোন দেশকে এই প্রটোকলের আওতায় রাখার বিষয়ে অন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব সম্পর্কে নজরুল ইসলাম বলেন, নেপাল ও ভুটানকে এই প্রটোকলের আওতায় আনার ব্যাপারে টার্গেট রয়েছে এবং পরবর্তীতে তা সন্নিবেশ করা হবে।

বিফ্রিংয়ে নজরুল ইসলাম জানান, ২০১৫ সালের ২০ এপ্রিল নয়াদিল্লীতে অনুষ্ঠিত দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকে এ প্রস্তাব গ্রহণ করা হয়। পরে আন্ত:মন্ত্রণালয়ের বৈঠকে বিয়য়টি পর্যালোচনা করা হয়।

সর্বশেষ ২০১১ সালের এপ্রিল মাসে পিআইডব্লিউটিটির সংশোধনী করা হয় এবং তা গত মার্চ মাসের ৩১ তারিখে মেয়াদ শেষ হয়।
মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, প্রতিমন্ত্রীগণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment