বাগদাদে হাসপাতালে আগুন লেগে ১১ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক: বাগদাদের একটি হাসপাতালের মহিলা ওয়ার্ডে আগুন লেগে কমপক্ষে ১১ শিশু নিহত হয়েছে। খবর সিএনএন। ইরাকের স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয়ের মূখপাত্র আহমেদ আর আরডিয়ানি জানিয়েছেন, ইয়ারমাক হাসপাতালের সদ্যজাত শিশু ইউনিটে ছিল এবং আগুন লাগলে তারা শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে সিভিল ডিফেন্স বিভাগের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে।
মূখপাত্র আরও জানান, মঙ্গলবার রাতে ২৯ জন মহিলা বাচ্চার জন্ম দেন। তাদেরকে বাগদাদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Comments (0)
Add Comment