বাগাআঁচড়া ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

ফজলুর রহমান যশোর:
যশোর জেলার শার্শা থানার ০৮নং বাগাআঁচড়া ইউনিয়নের ০৮ টেংরা ওয়ার্ডে করোনা ভাইরাসের কারণে বাড়িতে থাকা অসহায় হতদরিদ্র পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আজ সোমবার।
নিজেস্ব অর্থায়নে হাতে তুলে দিলেন কয়েক জন যুবক।
এরা হলেন, স্থানীয় ০৮ ওয়ার্ডের
কবির হোসেন তিনি যুব কার্যক্রম উদ্যোক্তা ও সদস্য শার্শা উপজেলা যুবলীগ, আব্দুর রশিদ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, বাবলুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, শেখ জাহাঙ্গীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, আরিফ হাবিব যুগ্ন সাধারণ সম্পাদক শার্শা উপজেলা ছাত্রলীগ, মোঃ হাসানুর রহমান সহ-সভাপতি যশোর জেলা তৃণমূল কর্মী পরিষদ।
এছাড়া আরো সহযোগিতায় ছিলেন, নয়ন, প্রান্ত, এফ রহমান, কালাম, কবির,জালাল গাজী সহ অনেকেই।
তবে কবির হোসেন বাংলাদেশের পত্র.কম এর প্রতিনিধি ফজলুর রহমানের সাথে একথা বলেন যে, করোনা ভাইরাসের কারণে নিজ বাড়িতে থাকা অসহায় দুঃস্থ হতদরিদ্র,মিসকিন (৫৫ ) টি পরিবারের মাঝে আমরা যুবকরা মিলে যে খাদ্য দ্রব তুলে দিতে পেরেছি আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাই। আমাদের মত উৎদ্যগ যদি প্রতিটি গ্রামে গ্রামে গড়ে উঠে তা হলে আমরা গর্ভিত মনে করতাম। আমরা বুঝিনা কে কোন দল করে শুধু বুঝি অসহায় মানুষের সাহায্য করে যেতে হবে। পরিশেষে আমি বলতে চাই এই যুবক রাই পারে এ সমাজ টাকে সুস্থ সমাজে পরিনত করতে।

Comments (0)
Add Comment