বাগেরহাটের ফকিরহাটে মুক্তিযোদ্ধাদের সাথে হেযবুত তওহীদের মতবিনিময়

হাসানুর রহমান রনি:
বাগেরহাট ফকিরহাটে উপজেলা পরিষদে গত ১৩ ই জানুয়ারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাথে হেযবুত তওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ধর্মব্যবসা , ধর্মনিয়ে অপরাজনীতি, জঙ্গীবাদ ও সাম্প্রাদায়ীকতার বিরুদ্ধে ঐক্যমত গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। এসময়ে উপস্থি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শিব প্রসাদ ঘোষ, ডেপুটি কমান্ডার আলতাফ হোসেন, বীরপ্রতীক মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সহ ৮৫ জন মুক্তিযোদ্ধা, হেযবুত তওহীদের পক্ষ ধেকে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের মুখপাত্র শেখ মনিরুল ইসলাম, মো: মহররম আলী, কে.কে আজম। সভায় ধর্মব্যবসা ও ধর্মনিয়ে অপরাজনীতির ইতিবৃত্ত ও একজাতি এক দেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ ডকুমেন্টারী প্রদর্শিত হয়। শেখ মনিরুল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি যারা ১৯৭১ জীবন দিতে গিয়েছিলেন তারা কোন সাধারণ মানুষ নন, এমন কোন বস্তু নেই যার দ্বারা আপনাদের ঋন শোধ করা যায়। আপনারা সেদিন শুধুমাত্র ভূখন্ডের জন্য যুদ্ধ করেন নি, করেছেন অন্যায় অবিচার অশান্তির বিরুদ্ধে শান্তির জন্যে , মানবতার জন্য। তাই আজকের এই অশান্তি দুরীকরনে আপনাদের আরেকবার মুক্তির জন্য যুদ্ধ করতে হবে ধর্মব্যবসা, জঙ্গীবাদ ও সাম্প্রদায়ীকতার বিরুদ্ধে।

 

Comments (0)
Add Comment