সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটে কচুয়ায় জাতীয় স্যানিটেশন মাস -২০১৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন এর লক্ষ্যে আলোচনা সভা,পথ-নাটক ও র্যালী আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা জনস্বান্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এডিপির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার প্রিন্স সুব্রত কর্মকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো: আমজাদ হোসেন। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন কচুয়া সদর ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান,রাড়ীপাড়া ইউপি চেয়ারম্যান তাছলিমা বেগম, প্রোগ্রাম অফিসার দিনা পাটোয়ারী. প্রোগ্রাম অফিসার বিপ্লব আইজ্যাক সরদার. প্রোগ্রাম অফিসার ফ্রান্সিস মন্ডল, ডা: সজিব, মো: নুরুজ্জামান সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাগন। আলোচনা সভার পূর্বে একটি র্যালী বের হয়ে কচুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্ত্বরে শেষ হয়। পরে বিকাল ৩টায় বাধাল ইউনিয়নের মসনী বাজারে ওয়ার্ল্ড ভিশন কচুয়া এডিপির উদ্যোগে জাতীয় স্যানিটেশনের গুরুত্ব আরোপ করে একটি পথ-নাটক অনুষ্ঠিত হয়।