বাঘায় চোলাই মদ তৈরীর দুই কারখানা মালিকের কারাদন্ড

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী নুরনগর গ্রামের চোলাই মদ তৈরীর কারখানায় নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ র‌্যাব-৫ বিশেষ অভিযান চালিয়েছেন।

জানা যায়, নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিলুফা ইয়াসমিন ও র‌্যাব-৫ এর এসএসপি রেজিনুরের নেতৃত্বে মঙ্গলবার দিনব্যাপি উপজেলার আড়ানী নুরনগর গ্রামের চোলাই মদ তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করেন। এই অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিলুফা ইয়াসমিন দুই চোলাই মদ ব্যবসায়ী আলাউদ্দিনের স্ত্রী রেহেনা বেগম ও আবদুর রাজ্জাকের ছেলে রনির ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অভিযানে কারখানায় ৪২৬টি মাটির ও ৬৮টি সিলভারের পাতিল জব্দ করা হয়েছে। এছাড়া এক লক্ষ ২৬ হাজার ৯০০ লিটার চোলাই মদ উদ্ধার করেন। পরে জনসস্মুখে এগুলো ধ্বংশ করা হয়েছে। ৭০ টাকা প্রতি লিটার হিসেবে মূল্য ধরা হয়েছে প্রায় ৮৮ লক্ষ ৮৩ হাজার টাকা।

এগুলো খেলে মানুষের ক্যানসার, কিডনি ড্যামেজ ও মানবদেহের জন্য ব্যাপক ক্ষতি করে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments (0)
Add Comment