সুন্দরগঞ্জে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও সংবর্ধনা প্রদান


বাপ্পি রাম রায়, সুন্দরগঞ্জ: বামনডাঙ্গা আইটি কম্পিউটার সেন্টারে প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সনদপত্র প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩ টায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা আইটি সেন্টারে বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুল এর স্বত্ত্বাধিকারী আবুল কাশেমের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন কারিগরি প্রশিক্ষণ একাডেমী বামনডাঙ্গা আইটি সেন্টারের প্রথম ব্যাচের প্রশিক্ষণ প্রাপ্ত ২০ জন শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করেন বাংলাদেশ পোস্ট -ই সেন্টার উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলকাতা টিভি ও দৈনিক দেশেরপত্রের রংপুর বিভাগীয় প্রধান মোঃ আমিরুল ইসলাম, ঘাঘট চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মাসুদুর রহমান মাসুদ, আলোর মিছিল বিদ‍্যা নীড়ের এর পরিচালক গোলাম সারওয়ার, বামনডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সৌমেন্দ্র নাথ চক্রবর্তী মিঠু, দৈনিক বজ্রশক্তি ও জেটিভি নিউজ এর সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি বাপ্পি রাম রায় সহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন বামনডাঙ্গা আইটি সেন্টারের পরিচালক ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম বাদল।
পরে অতিথিবৃন্দ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান এবং প্রত্যেক শিক্ষার্থীকে পরিবেশ বান্ধব বৃক্ষ চারা উপহার দেন।

Comments (0)
Add Comment