বার্সেলোনার প্রাণ-ভোমরা ৪০০ গোলের মালিক হতে চলেছেন মেসি


স্পোর্টস ডেস্ক:
আর্জেন্টাইন তারকা ও বার্সেলোনার প্রাণ-ভোমরা লিওনেল মেসিকে অনন্য এক ইতিহাস হাতছানি দিয়ে ডাকছে। ক্লাব ও দেশের হয়ে ৪০০ গোলের মালিক হতে চলেছেন মেসি। ২৭ বছর বয়সী মেসি বর্তমানে ক্লাব ও আর্জেন্টিনার হয়ে ৩৯৮ গোল নিয়ে অপেক্ষা করছেন। বার্সেলোনার হয়ে লিগ কাপে তিনি ২৪০টি ম্যাচ। যেখানে তিনি গোল করেছেন ২৪৫টি। ক্লাবের হয়ে ডমেস্টিক কাপে তার গোল সংখ্যা ৩৯টি। আর চ্যাম্পিয়ন্স লিগে তিনি করেছেন ৮৬ ম্যাচে ৬৭ গোল। বিশ্ব ক্লাব কাপে তার গোল ৪টি এবং সুপার কাপে ১টি। দেশের জার্সি গায়ে জড়িয়ে চার বারের ব্যালন ডি অর পাওয়া মেসি খেলেছেন ৯৩টি ম্যাচ। যেখানে তিনি বিশ্বকাপের চার গোলসহ করেছেন মোট ৪২টি গোল। লা লিগার প্রথম ম্যাচে এলচের বিপক্ষে মেসি জোড়া গোল করে নতুন মৌসুম শুরু করেছেন। পরের ম্যাচে ভিলারিয়ালের বিপক্ষে খেললেও কোনো গোলের দেখা পান নি তিনি। সে ম্যাচে চোট পেয়ে জাতীয় দলের হয়ে প্রীতি ম্যাচে জার্মানির বিপক্ষে মাঠে নামা হয়নি তার। তবে, বার্সা ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, মেসি লা লিগার পরের ম্যাচ খেলতে পারবে। অ্যাতলেতিক বিলবাওয়ের বিপক্ষে পরের ম্যাচেই কি মেসি ৪০০ গোলের দেখা পেয়ে যাবেন-এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে মেসি ভক্তদের মাথায়।

Comments (0)
Add Comment