বৃহস্পতিবার এক বিবৃতিতে দুই পক্ষের সমঝোতার বিষয়টি জানিয়ে বার্সেলোনা বলেছে, এর আনুষ্ঠানিকতা এখনও বাকি। শুক্রবার চুক্তিতে সই করবেন ২৯ বছর বয়সী এই তারকা। নতুন চুক্তিতে সুয়ারেজের বাই-আউট ক্লজ হবে ২০ কোটি ইউরো।
২০১৪ সালে লিভারপুল থেকে আসার পর এ পর্যন্ত বার্সেলোনার হয়ে ৯৭টি গোল করেছেন সুয়ারেজ, জিতেছেন মোট আটটি শিরোপা। গত মৌসুমে লা লিগায় সর্বোচ্চ ৪০ গোল করেন তিনি।
বার্সেলোনার হয়ে দুটি করে লিগ ও কোপা দেল রে, একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ সুপার কাপ, ইউরোপিয়ান সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জেতা সুয়ারেজ চলতি মৌসুমেও ছন্দে আছেন। এবারের লা লিগায় এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ১০ গোল করেছেন তিনি।