চট্টগ্রাম প্রতিনিধি:
নগরীর বায়েজিদ থানার বালুচরা বাজারে আগুনে পুড়েছে ৮টি দোকান ও দুটি বসতঘর। এতে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ৬টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার ফখরুদ্দিন বলেন, বালুচরা বাজারের পাশে একটি বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুনে দুটি বসতঘর ও পাশের ৮টি দোকান পুড়ে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি বলেন, খবর পেয়ে বায়েজিদ স্টেশনসহ তিনটি ইউনিটের ৬টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে পৌনে দুইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।