ডেস্ক: সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি বলেছেন, সস্ত্রাস নাশকতা করে বিএনপি-জামাত দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করেও তারা কর্মসুচী প্রত্যাহার করেননি। জনসমর্থনহীন কর্মসুচীর কারণে মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে বলে উল্লেখ করেন তিনি। নীলফামারী যাদুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে বিদায়ী সংবর্ধণা দেয়া হয়েছে বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় চত্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসএমসি সভাপতি আরিফুজ্জামান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আ’লীগ সভাপতি আবুজার রহমান বক্তব্য দেন। প্রসঙ্গত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বৃহস্পতিবার থেকে চাকুরী থেকে অবসর গ্রহন করেন। দিনটি স্মরণীয় করে রাখতে তার সংবর্ধণার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।