বিএনপি নেতা সালাহ উদ্দিনের খোঁজ মিলেছে

দুই মাস ধরে নিখোঁজ বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে পাওয়া গেছে বলে দাবি করেছেন তাঁর স্ত্রী হাসিনা আহমেদ।

মঙ্গলবার দুপুরে গুলশানের নিজবাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের একথা বলেন। এ সময় তিনি আরো জানান, ভারতের মেঘালয় রাজ্যে শিলং-এর মিনহাং মানসিক হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় বিএনপি’র এই নেতা তাঁকে ফোন করেছিলেন বলে জানান সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী।এ সময় সালাহ উদ্দিন আহমেদকে ফিরিয়ে আনতে সবার সহযোগিতা চান হাসিনা আহমেদ। এরআগে, গত দুই মাস ধরে নিখোঁজ এই বিএনপি নেতাকে ফিরিয়ে দিতে সরকারের কাছে বার বার আবেদন জানিয়ে আসছিলেন তাঁর স্ত্রী।

গত ৬ জানুয়ারি নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত বিএনপির হরতাল অবরোধ চলাকালে সালাহ উদ্দিন আহমেদ দলের পক্ষ থেকে সব কর্মসূচি ঘোষণা করে আসছিলেন।

সংবাদ সম্মেলনে হাসিনা আহমেদ বলেন, ‘ঘণ্টা দুয়েক আগে ওই হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ফোন করেন। সালাহ উদ্দিন আহমেদ কথা বলতে চান বলে ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়। এরপর তিনি (সালাহ উদ্দিন) কথা বলেন।’

ফোনে সালাহ উদ্দিন বলেছেন, ‘আমি সুস্থ আছি, জীবিত আছি এবং ভালো আছি। তুমি সবাইকে খবরটা জানিয়ে দেও। দেশবাসী, বিএনপি ও ২০ দলের সবাইকে আমার জন্য দোয়া করতে বলবা।’

তাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘যাতে তিনি দেশে ফিরে আসতে পারেন এবং তার সঙ্গে আমরা দেখা করতে পারি সেজন্য সরকারের সহযোগিতা কামনা করছি। আমরা দ্রুত তার কাছে যাওয়ার চেষ্টা করব।’

Comments (0)
Add Comment