বিএনপি মানে হাওয়া ভবন, বিএনপি মানে খাওয়া ভবন – সৈয়দপুরে ওবায়দুল কাদের

শাহজাহান আলী মনন, নীলফারীঃআওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি মানে আগুন সস্ত্রাস, বোমাবাজি, আর দূর্নীতিতে ভরা। দেশের মানুুষের উন্নয়নে তাদের কোন ভুমিকা নেই। বিএনপি মানে হাওয়া ভবন, বিএনপি মানে খাওয়া ভবন। একারণে তারা দেশের সম্পদ লুটেপুটে খেয়েছে। বিএনপির আন্দোলনে কখনো মরা গাঙ্গে জোয়ার আসেনা। 

ঢাকা-নীলফামারী রেলযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার রাত ৯ টায় পথ সভায় নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে এ কথা বলেন।
নৌকা মার্কার প্রার্থী সম্পর্কে তিনি আরো বলেন, অভাব আছে নৌকার মাঝির। আমি বিষয়টা আমাদের নেত্রীকে জানাতে পারি। কিন্তু আমি স্বীদ্ধান্ত নিতে পারিনা। আপনাদের যে দাবী সেটা আমি নেত্রীকে জানাবো। যদি নির্বাচনী ঐক্য হয় তাহলে আমাদেরও ঐক্য করতে হবে।
পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ মন্ডল।
তার সফর সঙ্গী ছিলেন, যুগ্ন সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, প্রচার প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ এমপি, সাংগঠনিক সম্পাদক আহ্মেদ হোসেন এমপি, বিএম মোজাম্মেল হক এমপি, আবু সাঈদ আল মাহমুদ (স্বপন) এমপি, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপ দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া প্রমূখ।

Comments (0)
Add Comment