গুলি করে বিকাশের ১৪ লাখ টাকা ছিনতাই, গুলিবিদ্ধসহ আহত ২

নোয়াখালী :  নোয়াখালীতে বিকাশের দুই এজেন্টকে গুলি করে ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এতে বিকাশ এজেন্ট রুহুল আমিন (২৬) গুলিবিদ্ধ হন এবং অপর এজেন্ট সোহেল (২৪) আহত হয়েছেন। শনিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের হাজীরহাট বাজারের পার্শ্ববর্তী নোবিপ্রবি-সোনাপুর সড়কে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রুহুল আমিন উপজেলার উত্তর লক্ষ্মীপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে এবং সোহেল একই গ্রামের হোসেন সওদাগরের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে বিকাশ এজেন্ট রুহুল আমিন ও সোহেল ধর্মপুর থেকে জেলা শহর মাইজদীতে ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য মোটরসাইকেলে করে ১৪ লাখ টাকা নিয়ে রওয়ানা দেন। পথে হাজীরহাট বাজার পার্শ্ববর্তী এলাকায় তিনটি মোটরসাইকেলে করে ৭/৮ জন অজ্ঞাত দুর্বৃত্ত তাদের গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা চালায়।

এতে বাধা দিলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে ব্যাগে থাকা ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এতে রুহল আমিন গুলিবিদ্ধ হন ও মোটরসাইকেল থেকে পড়ে সোহেল আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

Comments (0)
Add Comment