বিনোদন ডেস্ক:
নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। গল্পে দেখা যায় জমিদারি না থাকলেও এখনও জমিদারের জৌলুষটা রয়েই গেছে সুমাইয়া শিমুর মাঝে। সে অহঙ্কারেই যেন মাটিতে পা পড়ে না তার। তবে এই অহঙ্কার করা শিমুর সাজে না। এ নিয়েই একটা ঘোরের মধ্যে রয়েছেন তিনি। অবশ্য শিমুকে এ মিথ্যে আভিজাত্য থেকে বের করে আনার উদ্যোগ নিয়েছেন রওনক হাসান। তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন স্বাভাবিক জীবনে। এটি নতুন ধারাবাহিক নাটক ‘বিকেলের ফুল’-এর গল্প। এটি পরিচালনা করছেন মারুফ মিঠু। এরইমধ্যে নাটকটির ১৩ পর্বের শ্যুটিং শেষ হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, গল্পটি বেশ সুন্দর। একটি মিথ্যে অহঙ্কার মানুষের জীবনে যে কতটা ক্ষতির কারণ হতে পারে সেই ম্যাসেজ নাটকটিতে দেখা যাবে। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে। রওনক হাসান বলেন, নাটকের পুরো গল্পটি নিয়ে সংক্ষেপে যদি বলি, অসাধারণ একটি গল্প এটি। এ ধরনের নাটকই দর্শক প্রত্যাশা করে বলে আমি মনে করি। অচিরেই এটি যেকোনো একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।