বিজেপি ও শিবসেনার দীর্ঘ ২৫ বছরের জোট ভাঙল

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের খবরে বলা হয়- মনোনয়নপত্র জমা দেয়ার একদিন আগে বৃহস্পতিবার বিজেপি ও শিবসেনার দীর্ঘ ২৫ বছরের জোট ভেঙে যাওয়ার ঘোষণা আসে।

একই দিন কংগ্রেসের সঙ্গে ১৫ বছরের রাজনৈতিক জোট ভাঙার করার ঘোষণা দেয় শারদ পাওয়ারের এসিপি বা ন্যাশনাল কংগ্রেস পার্টি।

কংগ্রেস নেতা ও রাজ্যের মুখ্যমন্ত্রী পৃথ্বিরাজ চাভেন বলেন, “বিজেপি শিব সেনার সঙ্গে জোট ছাড়ার ঘোষণা দেয়ার এক ঘণ্টার মধ্যেই এনসিপি আমাদের সঙ্গে জোটের সমাপ্তির সিদ্ধান্ত নিয়েছে। সম্ভবত তারা নতুন মিত্র পেয়েছে। নতুন বন্ধু কারা, ৩/৪ দিনের মধ্যে হয়তো তা জানা যাবে।”

এদিকে এনসিপি নেতা শারদ পাওয়ার বিজেপির সঙ্গে আলাপ আলোচনা চালাচ্ছেন বলে রাজ্যে জল্পনা-কল্পনা হচ্ছে।

তবে এনসিপি বিষয়টি নাকচ করে দিয়ে বলছে, “রাজনীতি নিয়ে খেলা কংগ্রেসের পুরোনো ইতিহাস। তারা কখনো বলে আমরা বিজেপির সঙ্গে গেছি, আবার কখনো বলে শিব সেনার সঙ্গে গেছি। গত ১৫ বছর ধরেই এমনটি বলে আসছে।”

আগামী ১৫ অক্টোবর মহারাষ্ট্রের বিধান সভা নির্বাচন। মনোনয়নপত্র জমা দেয়ার আগ মুহূর্তে দলগুলোর পুরোনো বন্ধু ত্যাগ প্রমাণ করছে, এবারের নির্বাচনে লড়াই হবে চতুর্মুখী।

এ রাজ্যে গত ১৬ বছর ধরে ভোটাররা হয় কংগ্রেস জোটকে অথবা বিজেপি জোটকে ক্ষমতায় বসিয়েছে। তবে এবার ঝুলন্ত পার্লামেন্ট দেখা যেতে পারে, যেখানে কোনো দলেরই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকবে না বলে বিশ্লেষকরা মনে করেন।

 

এনসিপির মতোই ২৫ বছরের জোটসঙ্গী শিব সেনাকে ত্যাগ করার ঘোষণা দিয়েছে কেন্দ্র সরকারের নেতৃত্বে থাকা বিজেপি।

বিজেপি নেতা রাজিব প্রতাপ রাডি বলেন, তার দল শিব সেনাদের সঙ্গে মিটমাট করার বহু চেষ্টা করেছে। তবে এখন সময় শেষ।

“এখন আগের চেয়েও ভালো কিছু হবে, এনসিপি ও কংগ্রেসকে রাজ্যের নেতৃত্ব থেকে সরানো যাবে,” বলেন তিনি।

Comments (0)
Add Comment