কারারক্ষী জাকারিয়া মাসুদ জানান, শনিবার ভোরে কেন্দ্রীয় কারাগারে সাগর অসুস্থ হয়ে পড়েন। তিনি জানান বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হচ্ছে। এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাগর কক্সবাজার সদর উপজেলার সুনীল চন্দ্র দাসের ছেলে। যাবজ্জীবন সাজা পেয়ে ২০১১ সাল থেকে তিনি কেন্দ্রীয় কারাগারে ছিলেন। তার কয়েদি নম্বর ৮৮০।