কয়েক বছর আগে লিবিয়ার রাজধানী থেকে নিজারের নিয়ামেইয়ে বিমানে যাওয়ার পথে এমন ঘটনা ঘটে। অার এটা ঘটে লিবিয়ার প্রথমসারির বিমানসংস্থা ‘বুরাক এয়ার’-এ । ফলে ওই বিমানের পাইলট আব্দুল বাসেটের নামেই শিশুটির নাম রাখা হয়।
বিমানের মধ্যে জন্ম নেওয়া এই নবজাতকের ছবি তখনই পোস্ট করা হয় ‘বুরাক এয়ার’-এ ফেসবুক পেজে। সঙ্গে এই ‘বুরাক এয়ার’-এর পক্ষ থেকে জানানো হয় আজীবন এই নবজাতক বিশ্বের বিনা খরচে যে কোনো প্রান্তে বিমানে যাতায়াত করতে পারবে।
উত্তর আফ্রিকা, ইউরোপ, মধ্য এশিয়ায় এই সংস্থার বিমান চলাচল করে। যদিও ২০১১ সাল থেকে গৃহযুদ্ধের কারণে ইজিপ্ট, মরক্কো, সিরিয়া, বসনিয়া, হার্জেগোনিভাতে লিবিয়ার বিমান পরিসেবা সম্পূর্ণ বন্ধ ছিল।
এই কয়েক মাসেও বিমানের মধ্যে মধ্য আকাশে নবজাতক জন্ম নেওয়ার বেশ কিছু ঘটনা ঘটেছে।
সূত্র : জিটুয়েন্টিফোর