মারিয়া বলেন, সে (জর্জিনা) আমার ভবিষ্যত বউমা। এখনো না হলেও, শিগগিরই আমার বউমা হবে। হয়তো এই বিশ্বকাপের পরই!
রোনালদোর একাধিক বান্ধবী থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা আমাদের জীবনে অনেক পাগলামি করি। কিন্তু জীবনে স্থির হওয়া প্রয়োজন। এসব বন্ধ করে জীবনকে একটা আকার দিতে হয়। রোনালদো সেই অবস্থানে চলে এসেছেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ডিসেম্বর থেকে বর্তমান বান্ধবী জর্জিনা রদ্রিগেজের প্রেমে মজেছেন রোনালদো। রোনালদোর এক কন্যা সন্তানের মা জর্জিনা। গত বছরের নভেম্বরে জর্জিনার ঘরে রোনালদোর চতুর্থ সন্তান জন্মগ্রহণ করেছে।