জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে বাংলাদেশ এখন বিশ্বসভায় মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার সকালে গণভবনে বঙ্গবন্ধুর ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশু কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশ ও দেশের মানুষের কল্যাণে রাষ্ট্র পরিচালনা করছে।
কোমলমতি শিশুরা বঙ্গবন্ধুকে নিয়ে রচনা লিখেছে, ছবি এঁকেছে বাংলাদেশের। গত চার বছর বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্ট আয়োজিত জাতির জনকের জন্মবার্ষিকী উপলক্ষে রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তাদের হাতে পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশু কিশোরদের হাতেই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ। তাই শিশুদের গড়ে তুলতে হবে যোগ্য নাগরিক হিসেবে।
তিনি আরো বলেন, বলেন, জাতির জনকের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি দুস্থ মানবতার সেবায় কাজ করে যাবে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্ট। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ের কথা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।