বেনাপোলে পাচারকালে ১১টি স্বর্ণের বারসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি, যশোর:
যশোরের বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রাম থেকে ১১টি (এক কেজি ১০০ গ্রাম) স্বর্ণের বারসহ বাবু (৩২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গত কাল দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়। আটক যুবক বেনাপোলের পুটখালী ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। বিজিবি জানায়, দৌলতপুর সীমান্ত পথে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল দুপুরে সেখানে অভিযান চালায়। এসময় বাবু নামে এক যুবককে আটক করে দেহ তল্লাশি করলে তার কাছ থেকে ১১টি স্বর্ণের বার পাওয়া যায়। আটক লেয়াকত হোসেন বাবু জানান, ‘স্বর্ণগুলির প্রকৃত মালিক বেনাপোলের দৌলতপুর চোরাচালানী ঘাট মালিক জিয়াউর রহমান। প্রতি পিছ স্বর্ণের বার ১ হাজার টাকা মজুরিতে সে বহণ করে ভারতে নিয়ে যাচ্ছিল। স্বর্ণ আটকের পর জিয়া এলাকা থেকে গা ঢাকা দিয়েছে বলেও জানায় সে’। পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল হক জানান, বিকেলের মধ্যে স্বর্ণসহ আটক যুবককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

Comments (0)
Add Comment