বেনাপোলে পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও ইয়াবাসহ আটক ২

বেনাপোল  প্রতিনিধি : যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা রোববার সন্ধ্যায় বেনাপোল যশোর সড়কের আমড়াখালি চেকপোষ্ট এলাকায় অভিযান চালিয়ে ৭শ৬৮ পিস ভারতীয় শাড়ী আটক করেছে। আটক মালামালের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।

২৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ লিয়াকত আলী জানান,তার নেতৃত্বে বিজিবির একটি টহল দল বেনাপোল যশোর সড়কে আমড়াখালী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চোরাই পথে সীমান্ত দিয়ে নিয়ে আসা ৭৬৮ পিস ভারতীয় শাড়ী আটক করেন। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ঊনসত্তর লক্ষ বার হাজার টাকা।আটকৃকত মালামালের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।আটককৃত মালামাল বেনাপোল কাস্টম গুদামে জমা হয়েছে।

এদিকে, যশোরের বেনাপোল রেল স্টেশন বস্তি এলাকা থেকে রোববার বিকালে ১শ পিচ ইয়াবাসহ (নেশা জাতীয় ট্রাবলেট) দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন,খুলনার দৌলতপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে মিলন(২৬) ও খুলনা রেল স্টেশন এলাকার ইউনুচ হোসেনের ছেলে রুবেল(২৮)।

পুলিশ জানায়, তাদের কাছে গোঁপন সংবাদ আসে বেনাপোলের রেলস্টেশন এলাকার বস্তিতে মাদক বেঁচা-কেনা হচ্ছে। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরবর্তীতে আটককৃতদের দু’জনের শরীর তল্লাশী চালিয়ে ১শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের (এসআই) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। সোমবার তাদের যশোর আদালতে পাঠানো হবে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments (0)
Add Comment