বেনাপোলে ১৮ পিস সোনার বার সহ ভারতীয় এক নাগরিক আটক

মিলন কবির,  প্রতিনিধি, যশোর।

যশোরের বেনাপোলে ভারতে পাচারের সময় ১৮ পিস সোনার বার সহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)সদস্যরা। মঙ্গলবার সকালে বেনাপোল ঘিবা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শ্রবন বিশ্বাস (৩৫) ভারতের উত্তর ২৪ পরগনা বনগা থানার চইড়গাছি গ্রামের বিরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল আরিফুল হক জানান, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ১ জন সোনা পাচারকারী সোনার একটি বড় চালান নিয়ে ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৮ পিস সোনার বার উদ্ধার করা হয়”। আটক স্বর্ণের ওজন ২ কেজি ১‘শ গ্রাম যার মূল্য প্রায় ৮৬ লাখ টাকা।আটক স্বর্ণের বার বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হবে বলে জানান তিনি এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ্ করা হবে তিনি জানান।

জে- থার্টিন,খুলনা

Comments (0)
Add Comment