বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঁচ জাল ভর্তিচ্ছু আটক

তপন কুমার রায়, বেরোবি প্রতিনিধি: 
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তিতে পাঁচজন জাল ভর্তিচ্ছুকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলো ‘এফ’ ইউনিটে ভর্তিচ্ছু মো: হাসান মিয়া। সে ময়মনসিংহ জেলার ভালুকা থানার ডাকাতিয়া গ্রামের মো: সবুজ মিয়ার পুত্র। ‘সি’ ইউনিটে ভর্তিচ্ছু আবু বকর সিদ্দিক। সে টাঙ্গাইল জেলার সখিপুর থানার কাইলা গ্রামের আব্দুর রশিদের পুত্র। ‘বি’ ইউনিটে ভতিচ্ছু মনিরুজ্জামান। সে ফরিদপুর জেলার সালথা থানার উজিরপুর গ্রামের বাবুল মোল্লার পুত্র। ‘সি’ ইউনিটে ভর্তিচ্ছু বাসুদেব রায়। সে পঞ্চগড় জেলার বোদা থানার করুনাময়ী গুপ্তা গ্রামের হরিশ চন্দ্র বর্মনের পুত্র। ‘সি’ ইউনিটে ভর্তিচ্ছু কামরুল হাসান। সে রংপুর জেলার পাগলাপীর এলাকার মাহফুজার রহমানের পুত্র। এরা সবাই উল্লিখিত ইউনিটে জাল প্রবেশপত্র তৈরী করে অন্যকে দিয়ে পরীক্ষা দিয়ে চান্স পায়। আজ সোমবার ভর্তির জন্য সাক্ষাৎকার দিতে আসলে সংশ্লিষ্ট ভাইভাবোর্ডে পড়ে। এদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলার প্রস্তুতি চলছে।

Comments (0)
Add Comment