বেরোবি প্রতিনিধি: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্থগিত রাখা ২০১৪-১৫ সেশনের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণের দাবিতে আজ সকাল ১১ টায় মানববন্ধন করে বাংলাদেশ ছাত্রলীগ(জাসদ)বেরোবি শাখার নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি মো. নুর ইসলাম লিটনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সামনে রংপুর ঢাকা মহাসড়ক সংলগ্ন পার্ক মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।একর্মসূচিতে একাত্মা ঘোষনা করে জাসদ ছাত্রলীগের মহানগর ও কারমাইকেল কলেজ শাখা এবং রংপুর যুব ঐক্য ট্রেড নামের একটি সংগঠন। উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত বক্তাগণ দ্রুত বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সমস্যা সমাধান করে ২০১৪-১৫ সেশনের ভর্তি পরীক্ষা গ্রহণসহ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশের দাবি জানান।