তপন কুমার রায়, বেরোবি প্রতিনিধি:
রংপুর বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন আগামী ২০ শে জানুয়ারি অনুষ্ঠিত হবে। শিক্ষক সমিতির নিয়ম ও গঠনতন্ত্র অনুযায়ী নির্দিষ্ট সময়ে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি শিক্ষক সমিতির তৃতীয় বার্ষিক নির্বাচন বলে জানিয়েছেন বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির প্রধান নির্বাচন কমিশনার শেখ মাজেদুল হক(সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগ)। নির্বাচনের ব্যাপারে তিনি জানান, গঠনতন্ত্র অনুযায়ী আগামী ২০শে জানুয়ারী শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীকাল ভোটারদের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে ও সবার সম্মতি ক্রমে আগামী ৭ ও ৮ জানুয়ারী প্রার্থীদের মনোয়নপত্র গ্রহণ ও দাখিল করতে করতে পারবে এবং ৯ জানুয়ারী মনোয়ন প্রত্যাহার করতে পারবে। এসময় তিনি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবার কাছে সর্বাত্মক সহযোগীতা কামনা করেন।
বেরোবির ভর্তি পরীক্ষা নিয়ে সরকারের উদ্যোগ: স্থগিত থাকা ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ভার্তি পরীক্ষা নেওয়ার জন্য অতি শীঘ্রই শিক্ষা মন্ত্রনালয় থেকে উদ্যেগ গ্রহণ করা হচ্ছে বলে জানা যায়। চলমান আন্দোলনের আন্দোলনরতদের খুব শীঘ্রই শিক্ষামন্ত্রনালয় থেকে ৯০ হাজার ৪শ ২ জন ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শিক্ষামন্ত্রনালয়ে ডেকে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য বলা হতে পারে বলেও জানা গেছে। এব্যাপারে সদ্য মেয়াদ উর্ত্তীন শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মন বলেন, শিক্ষা মন্ত্রনালয় থেকে এধরনের উদ্যেগ গ্রহণ করলে আমরা সাদরে গ্রহণ করব। বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. একেএম নুর-উন-নবী ভর্তির ব্যাপারে জানান, বিশ^বিদ্যালয়ের চলমান অবস্থা ও ভর্তির ব্যাপারে আমি সরকারের উর্ধ্বতন মহলকে জানিয়েছি। শীঘ্রই এর একটা সমাধান হবে বলে আশা করা যাচ্ছে।