বেরোবির সংকট নিরসনে সাড়ে তিন ঘন্টার বৈঠক -আসেনি সমাধান-পরিস্থিতি ঘোলাটে

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়য়ের চলমান সংকট নিরসনের প্রেক্ষিতে রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও সরকারের জনপ্রশাসন সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমানের উদ্যেগে আন্দোলনরত শিক্ষক ও উপাচার্যের মাঝে প্রায় সাড়ে তিন ঘন্টার বৈঠকেও কোনো ধরনের ফলপ্রসূ আলোচনা বা সমাধান আসেনি । সোমবার রাত প্রায় ৮ টা ১০ মিনিটে রংপুর সার্কিট হাউজে বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রীর বরাতে এইচএন আশিকুর রহমান শিক্ষক সমিতির ১৫ জন শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে এই বৈঠকের করেন ।টানা সাড়ে তিন ঘন্টার বৈঠকেও শেষ পর্যন্ত কোনো ধরনের ফলপ্রসূ আলোচনা বা সমাধানে আসেতে পারিনি ।আন্দোলনরত শিক্ষকরা এইচএন আশিকুর রহমানকে এই উপাচার্যকে অপসারণ ছাড়া অন্য কোন পন্থা অবলম্বন করবে না বলে জানিয়ে বর্তমান উপাচার্যের বিভিন্ন দোষ ত্রুটি তার কাছে উপস্থাপন করে । বৈঠকে উপাচার্য নিজে একজন শিক্ষক হিসাবে অন্য শিক্ষকদের এই আন্দোলন প্রত্যাহার করে নিতে বলেন ।বৈঠকে রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও সরকারের জনপ্রশাসন সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান সরকারের বরাত দিয়ে শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার করে ক্লাস-পরীক্ষা সহ ভর্তি পরীক্ষা নিতে আহ্বান জানান ।আগামী সিন্ডিকেট মিটিং সব বিষয়ে আলোচনা করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন । সবশেষে কোন কিছুতেই কাজ না হওয়ায় শেষ পর্যন্ত এইচএন আশিকুর রহমান বিষয়টি সরকারের সংশ্লিষ্টকে জানানে বলে বৈঠকের সমাপ্তি করেন । এত কাঠখড়ি পুড়িয়েও কোন কাজ না হওয়ায় পরিস্থিত আরও ঘোলাটে হতে শুরু করেছে ।আন্দোলনরত শিক্ষরা এই উপাচার্য অপসারণ ছাড়া অন্য কোন বিষয়ে আলোচনা না করার সিদ্ধান্ত দেওয়ার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. একেএম নূর-উন-নবীর গত রোববারের সাংবাদিকদের দেওয়া আশার বাণীর কোন প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অনেকেই মনে করছেন । বৈঠকে থাকা নীল দল থেকে নির্বাচিত শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য ড. তুহিন ওয়াদুদ বলেন,সরকারের জনপ্রশাসন সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান আন্দোলন থেকে সরে এসে ক্লাস পরীক্ষা নিতে আহবান জানিয়েছেন ।আমার মনে হয় আন্দোলন যে কেউ করতেই পারেন ।তবে ক্লাস পরীক্ষা চালিয়ে ভর্তি পরীক্ষাটা অন্তত পক্ষে নেওয়া উচিৎ । সোমবারের বৈঠক ও আন্দোলনের নতুন উদ্যেগ কী হতে পারে এমন প্রশ্নের জবাবে আন্দোলনরত শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড.পরিমল চন্দ্র বর্মন বলেন,আমরা এই উপাচার্যের অপসারান ও অতিদ্রুত নতুন উপাচার্যের জন্য সরকার যাতে পদক্ষেপ নেয় সে জন্য রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও সরকারের জনপ্রশাসন সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান কে জানিয়েছি ।এই উপাচার্যকে অপসারণ করতে শীঘ্রই আমরা প্রধানমন্ত্রীর বরাবর দেখা করার জন্য স্মারকলিপি প্রদান করব ।

Comments (0)
Add Comment