বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের নয়নীবরুজ এলাকা থেকে ১ কেজি গাঁজা সহ মোঃ নুরুজামাান রেঞ্জার (৪০) নামের এক ব্যক্তিকে গত শনিবার রাতে আটক করেছে বোদা থানার পুলিশ। সে ঐ গ্রামের তরিকুল ইসলামের পুত্র বলে পুলিশ জানিয়েছে। বোদা থানার অফিসার ইনচাজ মোঃ আবুল কালাম আজাদ জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে গতকাল রবিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।