ব্যবহৃত কফি বীজে রুপচর্চা

রুপচর্চার জন্য কেবল বাজারে প্রচলিত উপাদানের ওপর ‍নির্ভর করছেন? এর উত্তম বিকল্প হিসেবে কাজে লাগাতে পারেন ব্যবহৃত কফি বীজ। বিষয়টি অদ্ভুত মনে হলেও এক্ষেত্রে ব্যবহৃত কফির রয়েছে কিছু চমৎকার গুণাবলী।

জেনে নিন রুপচর্চায় কফির অজানা দিকগুলো:

১. কফি বীজ হাতের তীব্র দুর্গন্ধ দূর করতে পারে। এটি হাতে লাগিয়ে আধমিনিট রেখে দিন। তারপর ধুয়ে ফেললেই দেখবেন হাতে কোন দুর্গন্ধ নেই।

২. মুখের স্ক্রাব হিসেবে কফি বীজ ব্যবহার করতে পারেন। ত্বকের ময়লা চামড়া তুলতে এটি অত্যন্ত কার্যকরী। এছাড়া, কফি ত্বককে টানটান করে।

৩. শুধু মুখ নয়, শরীরের স্ক্রাব হিসেবেও ব্যবহার করা যায় কফি বীজ। এতে শরীরের দুর্গন্ধ দূর হয়।

৪. ত্বকের অযাচিত তেল এবং দাগ দূর করতে কফি বীজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৫. ব্যবহৃত কফি বীজ চুলের প্যাক হিসেবে কাজে লাগাতে পারেন। এতে করে চুল উজ্জ্বল হবে। এটি চুলে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। এরপর ধুয়ে ফেললেই পাবেন আগের তুলনায় আকর্ষণীয় চুল।

বাংলাদেশেরপত্র.কম/এডি/আর

Comments (0)
Add Comment