ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে মনজুর (৩৩) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো আটজন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, আজমত আলী (৩২), আবদুল হালিম (২৯), জাকির হোসেন (২০), ইসরাফিল (২৫), আবুল কালাম (৩৫), কামাল হোসেন (৩৫), সুজন (১৯) ও আশরাফুল (৩৩)।
স্থানীয়রা জানা্ন, রাতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে ট্রাকে করে একটি কন্সট্রাকশন ফার্মের মালামাল নিয়ে হতাহতরা সিলেটের জগন্নাথপুরের দিকে যাচ্ছিলে। পথে কুট্টাপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা অপর একটি মালবাহী ট্রাককে ওভারট্যাক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ট্রাকটিতে থাকা ৯জন নির্মাণ শ্রমিক আহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনজুরকে মৃত ঘোষণা করেন।
হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।