ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইসলামপুরে একটি পিকআপ ভ্যান ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন। বুধবার বিকেল ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাব হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা সকলেই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।
সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।