বিনোদন ডেস্ক:
মার্কিন অভিনেত্রী ব্রিটনি মারফির জীবনী নিয়ে ছবি নির্মান করতে যাচ্ছে ‘লাইফটাইম’ চ্যানেল। এ বছরের সেপ্টেম্বর থেকেই এর কাজ শুরু হবে বলে জানা গেছে। ছবিতে প্রয়াত এই অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে আমান্ডা ফুলারকে। ব্রিটনি তার দুঃসময়ে সবসময় মায়ের সমর্থন পেয়েছেন। তাই ছবিটি নির্মানের জন্য তার মা শ্যারন মার্ফির সাহায্য নেয়া হচ্ছে। ব্রিটনি মারফি অভিনীত ছবিগুলো হলো ‘হ্যাপি ফিট’, ‘দ্যা ডেড গার্ল’, ‘দ্যা র্যামেন গার্ল’, ‘ডেডলাইন’ সহ আরোও অনেক। মৃত্যুর পরেও তার অভিনীত ‘অ্যাবান্ডোড (২০১০)’ এবং ‘সামথিং উইকেন্ড (২০১৪)’ নামে দুটি ছবি মুক্তি পেয়েছে। ২০০৯ সালের ২০ ডিসেম্বর মাত্র ৩২ বছর বয়সে মারা যান তিনি।