বড়াইগ্রামে প্রা. বিদ্যালয়ের দৃষ্টিনন্দন ভবন উদ্বোধন

বড়াইগ্রাম প্রতিনিধি, নাটোর:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৃষ্টিনন্দন দ্বিতল ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেল চারটায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে এ দ্বিতল ভবনের উদ্বোধন করেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুল আজিজ জোয়ার্দারের সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহিদা খাতুন, বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মমিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইসহাক আলী, উপজেলা নির্বাহী অফিসার শরীফুন্নেসা, উপজেলা শিক্ষা অফিসার সিরাজুম মুনিরা প্রমুখ।

Comments (0)
Add Comment