বড়াইগ্রাম(নাটোর)প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন আ. লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে সোমবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জোনাইল বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ চত্ত¡রে ভারপ্রাপ্ত সভাপতি নেপাল চন্দ্র সরকারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক। বিশেষ অতিথি হিসাবে উপজেলা সেক্রেটারী এ্যাড. মিজানুর রহমান, বড়াইগ্রাম পৌর সেক্রেটারী অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, চেয়ারম্যান তোজাম্মেল হোসেন, নজরুল ইসলাম ও সাগর সান্যাল বক্তব্য রাখেন।