বড়াইগ্রামে ভাতাভোগী ১১৪ জনের মাঝে ৬ লক্ষ টাকা বিতরণ

বড়াইগ্রাম(নাটোর)প্রতিনিধি: বড়াইগ্রাম নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌরসভায় ভাতাভোগী ১১৪ জন বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবাদের মাঝে প্রায় ৬ লক্ষ টাকা ভাতা আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে। তারমধ্যে ৪৮ জন বয়স্কদের প্রত্যেককে ৪৮০০/-টাকা হারে ২ লক্ষ ৩০ হাজার ৪০০/- টাকা, ৪৩ জন প্রতিবন্ধীদের প্রত্যেককে ৬০০০/- টাকা হারে ২ লক্ষ ৫৮ হাজার টাকা ও ২৩ জন বিধবাদের প্রত্যেককে ৪৮০০/- টাকা হারে ১ লক্ষ ১০ হাজার ৪০০/- টাকা প্রদান করা হয়।
বুধবার বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে ভাতাভোগীদের মাঝে এ অর্থ প্রদান করা হয়। ভাতাভোগীদের প্রাপ্ত অর্থ যথাযথভাবে ব্যবহারের ওপর আলোকপাত করে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বায়েজীদ ওয়ারেছী, পৌর সচিব মো. রেজাউল করিম, প্যানেল মেয়র মোহিত কুমার সরকার, পৌর কাউন্সিলর ময়েজ উদ্দিন প্রামানিক, ইমান আলী ও শরিফুন্নেসা শিরিন।

Comments (0)
Add Comment