বিনোদন ডেস্ক:
শিরোনামটি পড়ে অনন্ত ভক্তদের আনন্দিতই হবার কথা। চলচ্চিত্রে অভিনয় এবং প্রযোজনা করে আলোচনায় চলে এসেছেন অনন্ত জলিল। ডিজিটাল ঘরানায় নির্মিত তার প্রতিটি ছবিই হয়েছে ব্যবসাসফল। সিনেমার বাইরেও তার সামাজিক কর্মকাণ্ড প্রশংসনীয়। তবে সেই অনন্ত জলিল এবার ভর করেছে নাটকেও। কি অবাক হচ্ছেন তো? ঘটনাটা আসলে কি? তবে কি এবার চলচ্চিত্রের পর মোড় নাট্য অঙ্গনেও মোড় ঘরাতে হাজির হচ্ছেন? তবে শুনুন, সম্প্রতি মানিক মানবিক নির্মান করেছেন নতুন নাটক ‘কাম টু দ্য পয়েন্ট’। নাটকে অনন্ত জলিলের ভুমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা প্রাণ রায়। সংবাদমাধ্যমকে প্রাণ বলেন, নাটকে আমার প্রেমিকা অনন্ত জলিলকে পছন্দ করে, তাই অনন্তর মতো করে নিজেকে সাজিয়েছি। আশা করি দর্শকরা নাটকটি পছন্দ করবেন। কারণ এই প্রথমবার বড় পর্দার নায়ক অনন্তর ভূমিকা ছোটপর্দায় নিয়ে আসা হলো। প্রাণ আরও বলেন, এছাড়া সম্প্রতি দেবাশীষ বড়–য়া দীপের পরিচালনায় ‘হাওয়াই মিঠাই’ এবং হিমেল আশরাফের ‘গপ্পো’ নামের দুটি নাটকেও অভিনয় করেছি।