পুলিশ সূত্রে জানাযায় সরকারের বিরুদ্ধে গোপন বৈঠক চলাকালে এলাকাবাসী থানায় খবর দিলে সোনাময়ী গ্রামের কয়েল বাড়ীর মসজিদ থেকে ৪ পিচ জিহাদী মওদুদী ও গোলাম আজমের বইসহ জামায়াতের ৪৬ নেতা কর্মীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ভাংগা উপজেলা ভাইচ চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির সরোয়ার হোসেন এবং সাবেক জেলা আমির দেলোয়ার হোসেন ও মোহাম্মদ আলী (অঞ্চল সহকারী) উপজেলা সেক্রেটারী এনায়েত হোসেন এবং রোকন উদ্দিন খান সহ বিভিন্ন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়।
এদিকে সোনাময়ী গ্রামের রোকন উদ্দিনের পুত্র উপজেলা বি.এন পির তথ্য ও গবেষনা সম্পাদক হাদিউজ্জামান খান রাজু জানায় দেলোয়ার হোসেনের প্রাক্তন ছাত্রদের এবং তার শুভাকাঙ্খীদের নিয়ে ঈদ পুর্নমিলন অনুষ্ঠান করতে ছিল মসজিদের ভিতরে। এ সময় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
ভাংগা থানার ওসি তদন্ত মিরাজ হোসেন জানায় আটককৃতদের বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে তাদের জেল হাজতে প্রেরন করা হয়।